ভালো নির্বাচনের জন্যই বিএনপি সরকার টিকিয়ে রেখেছে: দুদু


ভালো নির্বাচনের জন্যই বিএনপি সরকার টিকিয়ে রেখেছে: দুদু

বিএনপি নেতা শামসুজ্জামান দুদু এবং চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম মনে করেন, বর্তমান সরকার কেবল ভালো ও সুষ্ঠু নির্বাচনের জন্যই টিকে আছে। তারা সতর্ক করেছেন, নির্বাচনে পদ্ধতিগত অনিয়ম (পিআর) হলে জনগণ তাদের ভোটের অধিকার হারাতে পারে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের আয়োজিত ‘সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে গণতান্ত্রিক যাত্রাকে বাধাগ্রস্ত করার প্রতিবাদ’ শীর্ষক কবিতাপাঠ ও সমাবেশে এসব মন্তব্য করেন তারা।

আবদুস সালাম বলেন, পিআর হলে দুর্বল সরকার প্রতিষ্ঠা হবে আর যারা ভারতকে প্রতিষ্ঠা করতে চায়, তারাই দুর্বল সরকার চায়। তিনি প্রশ্ন তোলেন, “যারা আন্দোলন করছে এবং দাবি না মানলে নির্বাচনের হবে না বলে ধমক দিচ্ছে, তারা কি ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ করে দিচ্ছে?

শামসুজ্জামান দুদু বলেন, একটি বিশেষ মহল মনে করছে, নির্বাচন হলে তাদের ভবিষ্যৎ নেই। তাই তারা নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×