ঢাকায় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতাদের মধ্যাহ্নভোজ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:৩৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫
ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংগলির বাসভবনে রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিনিধি দলের জন্য একটি মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
বিএনপির প্রেস উইংয়ের বরাত দিয়ে জানানো হয়, এই ভোজের সময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে উভয়পক্ষের মধ্যে আলোচনা হয়।
বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম এবং চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ পরামর্শ কমিটির সদস্য ইসরাফিল খসরু।