১২ দলের শীর্ষ নেতাদের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময়


১২ দলের শীর্ষ নেতাদের সঙ্গে ইসলামী আন্দোলনের মতবিনিময়

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ১২টি দলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনূছ আহমাদ।

সভায় উপস্থিত ছিলেন গণআজাদী লীগের সভাপতি মুহাম্মাদ আতাউল্লাহ খান, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মু. সিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ যুব বাঙালীর চেয়ারম্যান মু. তোফাজ্জল হোসেন, বাংলাদেশ একুশে পার্টির মহাসচিব এসএম জাকির হোসেন, মুভমেন্ট ফর প্যালেস্টাইনের প্রধান সমন্বয়কারী মু. হারুনুর রশীদ খান, বাংলাদেশে জনতা ফ্রন্টের চেয়ারম্যান মুহাম্মাদ আবু আহাদ আল মামুন, বাংলাদেশ গণঅধিকার পার্টির চেয়ারম্যান সরকার মু. আব্দুস সাত্তার, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাসেম মজুমদার, বাংলাদেশ নতুন ধারার জনতার পার্টির আহ্বায়ক মু. আব্দুল আহাদ নুর, বাংলাদেশ ইসলামী সমাজতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মু. হাফিজুর রহমান, ন্যাশনাল মুভমেন্টের চেয়ারম্যান মু. শাহ আলম তাহের এবং জাতীয় অধিকার মঞ্চের মহাসচিব মৃধা মিরাজুল ইসলাম রাজও কাজী মু. জামাল উদ্দিন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে সভায় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতেয়াজ আলম ও দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরি।

সভায় পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন জোরদার করা, জুলাই সনদের বাস্তবায়ন এবং কল্যাণময় ভবিষ্যতের বাংলাদেশ গঠনে রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা নিয়ে সবাই একমত পোষণ করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×