বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

অন্তর্বর্তী সরকার পতিত সরকারের ছেঁড়া জুতা পায়ে দিয়ে হাঁটার চেষ্টা করছেৎ


অন্তর্বর্তী সরকার পতিত সরকারের ছেঁড়া জুতা পায়ে দিয়ে হাঁটার চেষ্টা করছেৎ

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সমর্থিত অন্তর্বর্তী সরকার পতিত সরকারের ছেঁড়া জুতা পায়ে দিয়ে চলার চেষ্টা করছে এবং অনেকের মধ্যে ছোট ছোট হাসিনা হয়ে ওঠার কর্তৃত্ববাদী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি’র আহ্বানে আয়োজিত জাতীয় যুব কনভেনশন-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

সাইফুল হক বলেন, ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে তরুণ যুবারা দ্রোহের যে আগুন জ্বেলে দিয়েছিল, গত ১৪ মাস ধরে সরকার তাতে কেবল পানি ঢেলে চলেছে। তরুণরা ধারাবাহিকভাবে প্রতারিত হয়ে আসছে। গণঅভ্যুত্থানে যুবরা যে অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল, তা গত এক বছরে হতাশায় পরিণত হয়েছে। সরকার পরিবর্তনের সম্ভাবনার অনেকখানি ক্ষয় করেছে।

তিনি আরও অভিযোগ করেন, অনেকেই তরুণদের ব্যবহার করেন, কিন্তু তাদের অধিকার দিতে চান না। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতেই তারা যুবশক্তিকে মবসন্ত্রাসসহ নানা অপকাজে ব্যবহার করে আসছে।

সাইফুল হক সরকারের প্রতি আহ্বান জানান, তাদের জানা-অজানা এজেন্ডা গুটিয়ে এনে বিচার ও সংস্কারের প্রক্রিয়ার দিকে মনোনিবেশ করতে হবে এবং আগামী ফেব্রুয়ারিতে অবাধ জাতীয় নির্বাচন আয়োজনের দিকে সব মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে।

কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বাবর চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মীর রেজাউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোশরেকা অদিতি হক প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×