নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পিআর ইস্যু সামনে আনছে জামায়াত: মেজর হাফিজ


নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পিআর ইস্যু সামনে আনছে জামায়াত: মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, জনগণের রায়কে ভয় পেয়েই জামায়াত ইসলামী নির্বাচন ব্যাহত করার কৌশল হিসেবে পিআর ইস্যু সামনে নিয়ে এসেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, জামায়াত এখন বলতে চাইছে পিআর সিস্টেম ছাড়া দেশে নির্বাচন হবে না। এটা অদ্ভুত কথা। এদেশের মানুষের কথার কোনো মূল্য নেই, জনগণের রায়ও হবে না।

একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, স্বাধীনতাবিরোধীরা আবারও নির্বাচনী প্রক্রিয়া নস্যাৎ করার ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন, বাংলাদেশ এখন যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে। কেউ প্রচারণা চালাচ্ছে, কেউ ওয়াদা করছে ক্ষমতায় গেলে কী করবে। অথচ মুক্তিযুদ্ধের সময় এরা ছিল স্বাধীনতার বিপক্ষে।

আলোচনায় খাগড়াছড়ির সাম্প্রতিক সংঘর্ষ প্রসঙ্গও উঠে আসে। এসময় হাফিজ উদ্দিন অভিযোগ করেন, পতিত স্বৈরাচার ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের অফিস থেকে বুদ্ধি-পরামর্শ নিয়ে প্রতিদিন সহিংসতা চালানো হচ্ছে। পাহাড়ে পুরনো খেলা আবার শুরু হয়েছে।

তিনি আরও বলেন, চট্টগ্রামের পাহাড়ে বহু বছর ধরে ভারতীয় পতাকা উড়ত। শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সেখানে বাঙালিদের পুনর্বাসন করেছিলেন, ফলে জনসংখ্যার মধ্যে ভারসাম্য আসে। তার জন্যই তারা ভারতের পক্ষ হয়ে স্বাধীনতা ঘোষণা করতে পারেনি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×