তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি: হুমায়ুন কবীর


তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে বিএনপি: হুমায়ুন কবীর

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবীর। তিনি জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন অংশ নেবে বিএনপি এবং দলের হাল ধরবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার, ২ অক্টোবর, যুক্তরাষ্ট্র থেকে ফিরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর বলেন, “খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন, এ বিষয়ে কোনো শঙ্কা নেই।”

তিনি আরও জানান, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আন্তরিকভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এবং ফেব্রুয়ারিতেই ভোট অনুষ্ঠিত হবে।”

এ সময় আওয়ামী লীগের কড়া সমালোচনা করে হুমায়ুন কবীর বলেন, “নিউইয়র্কে এনসিপির উপর হামলার মধ্যে দিয়ে আওয়ামী লীগ আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী সংগঠন।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×