সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর


সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর

আন্দোলন ও রাজনীতির মঞ্চ থেকে সাময়িক বিরতিতে থাকা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। আজ শনিবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইটটি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণমাধ্যমকে জানান, আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হওয়ার পর দেশে প্রাথমিক চিকিৎসা নিয়েই উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দিলে নুর সিঙ্গাপুরে যান। সেখানে চিকিৎসা শেষ করে তিনি শনিবার দেশে ফেরেন। বিমানবন্দরে দলের কেন্দ্রীয় নেতারা তাকে স্বাগত জানান।

গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষ চলাকালে পুলিশের লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুর। ঘটনার সময় তার মাথায় আঘাত লাগে এবং নাকের হাড় ভেঙে যায়। পরে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি প্রায় ১৮ দিন চিকিৎসাধীন ছিলেন।

দেশে চিকিৎসা চলাকালীন তার কিছু শারীরিক জটিলতা রয়ে যাওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তিনি ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হয়ে ১২ দিন চিকিৎসা গ্রহণ করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×