এনসিপির সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৫:৪৯ পিএম, ০৯ অক্টোবর ২০২৫
বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎজের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আয়োজিত এ বৈঠকে আলোচনায় উঠে আসে সংস্কার, নির্বাচন ও ভবিষ্যৎ পরিকল্পনার নানা দিক।
বৃহস্পতিবার, ৯ অক্টোবর রাজধানীর প্রগতি সরণিতে অবস্থিত জার্মান দূতাবাসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এনসিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের যুগ্ম আহ্বায়ক ও পররাষ্ট্র সেলের প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান।
এ সময় এনসিপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, তাহসিন রিয়াজ ও সাইফ মোস্তাফিজ, এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।
বৈঠকে রাষ্ট্রদূত লোৎজ জানতে চান, “জুলাই মাসের গণঅভ্যুত্থানের পটভূমি, সংস্কার কার্যক্রম কতদূর এগিয়েছে, আসন্ন নির্বাচন কেমন হবে এবং ‘নতুন বাংলাদেশ’ গড়তে এনসিপির পরিকল্পনা কী।”
উত্তরে এনসিপির নেতারা তাদের প্রস্তাবিত ‘নতুন বাংলাদেশের চব্বিশ দফা ইশতেহার’ তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। তারা দেশ গঠনে নিজেদের রূপরেখা ও রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন রাষ্ট্রদূতের সামনে।
বৈঠকে উভয় পক্ষই জার্মানি ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি, জার্মানিতে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধও জানান এনসিপি নেতারা।