ভূমিকম্পেও স্থির শাকিব খান, শুটিং স্পটে ছিলেন শান্ত


ভূমিকম্পেও স্থির শাকিব খান, শুটিং স্পটে ছিলেন শান্ত

অপ্রত্যাশিত পরিস্থিতিতেও স্বাভাবিক থাকার ক্ষমতার জন্য অনেক আগেই আলাদা পরিচিতি পেয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আবারও সেই স্থিরতা দেখা গেল ভূমিকম্পের ঘটনায়।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে আকস্মিক ভূমিকম্পে যখন সারাদেশ আত্নগকিত, সে সময় ‘সোলজার’ সিনেমার শুটিং স্পটে ছিলেন এই সুপারস্টার। 

ভূমিকম্প অনুভূত হওয়ার সময় সাধারণ মানুষের মতোই রাজধানীর রাস্তায় ছিলেন তিনি। কিন্তু কেন তিনি তখন বাইরে? উত্তরের জন্য যেতে হয় মতিঝিলের দিলকুশা এলাকায়, যেখানে চলছিল তার নতুন ছবি ‘সোলজার’-এর শুটিং।

ঘটনার সময় একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন শাকিব খান। ঠিক সে সময় হঠাৎ শুরু হয় হালকা কম্পন। মুহূর্তের মধ্যে দ্বিতীয় দফায় ভবনগুলো দুলে উঠলে উপস্থিত সবাই বুঝে ফেলেন, এটা ভূমিকম্প। শুটিং স্পটের পুরো পরিবেশ এক নিমিষেই বদলে যায়।

ঘটনাস্থলে থাকা শুটিং ইউনিটের সদস্যরা জানান, কম্পন শুরু হতেই নিরাপত্তারক্ষী, বডিগার্ড এবং ক্রু সদস্যরা দ্রুত শাকিব খানকে ঘিরে সুরক্ষা বলয় তৈরি করেন। তবে পুরো পরিস্থিতিতে সবচেয়ে ধীরস্থির ছিলেন শাকিবই। কাঁপতে থাকা রাস্তায় দাঁড়িয়েই তিনি আশপাশের সবাইকে শান্ত থাকার অনুরোধ করে বলেন, “আরে, আমরা তো রাস্তায় আছি। ভয় পাবেন না কেউ। কেউ আতঙ্কিত হবেন না। সব ঠিক আছে।”

সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। এছাড়া সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ আরও অনেকে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×