মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগ, দুই বিচারকের পদত্যাগ
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৮:৩২ পিএম, ১৯ নভেম্বর ২০২৫
থাইল্যান্ডে চলমান ‘মিস ইউনিভার্স’ ৭৪তম প্রতিযোগিতা শুরু থেকেই বিতর্কের মধ্যেই অগ্রসর। বিচার প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠতেই আন্তর্জাতিক মঞ্চে তোলপাড় তৈরি হয়েছে। এই বিতর্কের কারণে প্রধান বিচারক প্যানেল থেকে দুইজন বিচারক পদত্যাগ করেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর নতুন মিস ইউনিভার্সের নাম ঘোষণা করা হবে। প্রতিযোগীরা তখনও বিভিন্ন সেশনে অংশগ্রহণে ব্যস্ত থাকেন। ঠিক এই সময়েই লেবানিজ-ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
বুধবার (১৮ নভেম্বর) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে হারফুশ দাবি করেন, “হঠাৎ করে গঠিত একটি গোপন জুরি প্যানেল আগেই শীর্ষ ৩০ জন ফাইনালিস্ট নির্বাচন করে ফেলেছে, যেখানে কোনো অফিসিয়াল বিচারক উপস্থিত ছিলেন না।”
তিনি আরও অভিযোগ করেন, এই প্যানেল এমন কিছু ব্যক্তির সমন্বয়ে গঠিত, যাদের প্রতিযোগীদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বা স্বার্থের সংঘাত রয়েছে। তবে তিনি বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
হারফুশের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই আরেক বিচারক, ফরাসি ফুটবল ম্যানেজার ক্লোদ মাকেলেলে, ব্যক্তিগত কারণে নিজের পদ থেকে সরে দাঁড়ান।
এর আগে আয়োজনটি আরও একটি বিতর্কে জড়ায়। থাইল্যান্ডের এক কর্মকর্তা প্রি-ইভেন্টে মিস মেক্সিকো ফাতিমা বশকে প্রকাশ্যে অপমান করলে অনেক প্রতিযোগী প্রতিবাদ হিসেবে অনুষ্ঠান ত্যাগ করেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হলে বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
সব মিলিয়ে এবারের মিস ইউনিভার্স আয়োজনের বিচার প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন ওঠেছে।
অন্যদিকে, বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা আন্তর্জাতিক মঞ্চে ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছেন। জনপ্রিয়তা ভোটে তিনি শীর্ষে পৌঁছানোর একদম কাছাকাছি। বাংলাদেশের পক্ষ থেকে রেকর্ড ১৫ লাখ ৫০ হাজার ভোট পড়েছে। মিথিলাকে ভোট দেওয়া যাবে ১৯ নভেম্বর রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত।