মোদির পা ছুঁয়ে ঐশ্বরিয়া বললেন, ‘মানবতাই বড় ধর্ম’
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ১০:০৭ পিএম, ১৯ নভেম্বর ২০২৫
বলিউড অভিনেত্রী ও প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন সম্প্রতি ভারতের অন্ধ্রপ্রদেশে এক আধ্যাত্মিক গুরুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ঐশ্বরিয়া মোদির পা ছুঁয়ে প্রণাম জানান এবং এরপর সেই গুরু ও নিজের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বক্তব্য দেন।
ঐশ্বরিয়া জানান, তিনি একমাত্র ধর্ম ও জাতকে বিশ্বাস করেন- এটি হলো মানবতা এবং ভালোবাসা। তিনি বলেন, “আমি মনে করি, মানবতাই সব থেকে বড় ধর্ম। আর ঈশ্বর একটাই, তিনি সর্বত্র রয়েছেন।”
তাঁর মতে, জীবনের সার্থকতা মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়াতেই নিহিত।
তিনি আরও বলেন, মানুষের জীবন গঠনে পাঁচটি মূল অত্যন্ত গুরুত্বপূর্ণ: নিয়মানুবর্তিতা, নিষ্ঠা, একাগ্রতা, শ্রদ্ধা এবং বৈষম্যের মধ্যেও ঐক্য। এই পাঁচটি মূলনীতিই মানুষের জীবনকে গড়ে তোলে।
বিশ্বসুন্দরী হওয়ার পর থেকেই ঐশ্বরিয়া নানা সামাজিক উদ্যোগ এবং ইতিবাচক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। যদিও সম্প্রতি তার পোশাক নির্বাচন বা চেহারার কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে, তিনি কোনো ধরনের নেতিবাচক মন্তব্যের প্রতি মনোযোগ দেননি।