বেগম খালেদা জিয়ার আসনে এনসিপি প্রার্থী দিচ্ছে না


বেগম খালেদা জিয়ার আসনে এনসিপি প্রার্থী দিচ্ছে না

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনে প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এর আগে সোমবার (৩ নভেম্বর) বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছিল। ঘোষিত তালিকা অনুযায়ী, ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে লড়বেন বেগম খালেদা জিয়া।

বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের মাত্র একদিন পরই এনসিপি এই সিদ্ধান্তের কথা জানান। যদিও এনসিপি আগে জানিয়েছিল, ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×