আমজনতা দলের নিবন্ধনের দাবিতে অনশনরত তারেককে সংহতি জানালেন রিজভী


আমজনতা দলের নিবন্ধনের দাবিতে অনশনরত তারেককে সংহতি জানালেন রিজভী

সম্প্রতি মো. তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল আমজনতার দল নিবন্ধনের জন্য আবেদন করে। কিন্তু নির্বাচন কমিশন (ইসি) শর্ত পূরণ না হওয়ায় দলটিকে নিবন্ধনের অনুমোদন দেয়নি। এই ঘটনার প্রেক্ষিতে দলটির শীর্ষ নেতা ও সদস্য সচিব তারেক রহমান নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের সামনে আমরণ অনশনের ঘোষণা দেয়।

গত মঙ্গলবার (০৪ নভেম্বর) বিকেল থেকে তিনি ইসি ভবনের সামনে অনশন করছেন। নিবন্ধন না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন মো. তারেক রহমান।

এবার অনশনরত মো. তারেক রহমানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। তিনি আমজনতা দলের নিবন্ধনের দাবিতে অনশনরত তারেক রহমানকে বিএনপির পক্ষে সংহতি জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের লাইভে রিজভীকে ধন্যবাদ জানান মো. তারেক রহমান।

বিএনপি তাদের দলীয় ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতা দলকে নিবন্ধনের দাবিতে দলটির সদস্যসচিব মো. তারেক রহমানের অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবীর রিজভী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×