ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমীন রাজনীতির দুষ্টু চালক: তারেক রহমান
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০২:৩১ পিএম, ০৮ নভেম্বর ২০২৫
ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান রফিকুল আমীনকে রাজনীতির দুষ্টু চালক হিসেবে বর্ণনা করেছেন আম জনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমান।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মূল ফটকের সামনে অনশনের ১০০ ঘণ্টা পূর্ণ হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের উদ্দেশে তারেক রহমান বলেন, “ডেসটিনির দল আম জনগণ পার্টির নিবন্ধন বাতিল করুন। এতে করে আপনি অনেক অভিযোগ থেকে রক্ষা পাবেন।”
নিজ দলের নিবন্ধন না পাওয়ায় অন্য দলের নিবন্ধন বাতিলের দাবি কতটা যৌক্তিক; এমন প্রশ্নের জবাবে তিনি একটি উদাহরণ টানেন। তারেক বলেন, “রাস্তায় দশটি গাড়ির মধ্যে যদি একটি গাড়ির চালক দুষ্টু বালক হয়, আপনি কি ভালোভাবে গাড়ি চালাতে পারবেন? পারবেন না। রফিকুল আমীন রাজনীতিতে তেমনই একজন। তাই তার দলের নিবন্ধন বাতিল করা উচিত।”
তিনি আরও বলেন, “রফিকুল আমীন কী জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন! ছিলেন তো জেলে। তিনি ৪৩ লাখ গ্রাহকের অর্থ আত্মসাৎ করে জেলে গিয়েছিলেন। আমাদের আন্দোলনের ফলস্বরূপ তিনি মুক্তি পেয়েছেন। মুক্তি পেয়ে তিনি সম্পদ রক্ষার জন্য দল গঠন করেছেন।”
গত ৪ নভেম্বর বিকেল থেকে নির্বাচন কমিশনের সামনে অনশন করছেন মো. তারেক রহমান। তিনি জানান, দীর্ঘ অনশনে তার শরীরে এখন অসুস্থতার লক্ষণ দেখা দিয়েছে। তার অভিযোগ, “ইসির একজন যুগ্ম সচিব বৃহস্পতিবার আমার বক্তব্য শুনে গেছেন, কিন্তু এখনো কমিশন কোনো সাড়া দেয়নি।”