প্রধান উপদেষ্টা সনদের বাইরে সিদ্ধান্ত নিলে তার দায়দায়িত্ব নেবে না বিএনপি: আমীর খসরু


প্রধান উপদেষ্টা সনদের বাইরে সিদ্ধান্ত নিলে তার দায়দায়িত্ব নেবে না বিএনপি: আমীর খসরু

সরকারকে জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা করলে সংশ্লিষ্টরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, জুলাইয়ে স্বাক্ষরিত সনদের বাইরে প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত নিলে তার দায়দায়িত্ব বিএনপি নেবে না।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন আমীর খসরু।

তিনি বলেন, “কাউকে জিম্মি করে দাবি আদায়ের অধিকার কোনো দলের নেই। যারা জিম্মি করার পথে যাবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। মানুষ তাদের কাছে সহনশীল আচরণ প্রত্যাশা করে।”

বিএনপির এই সিনিয়র নেতা আরও মন্তব্য করেন, বিচার প্রক্রিয়া ও নির্বাচনের মধ্যে কোনো সম্পর্ক নেই। যারা নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, তারা আসলে গণতন্ত্রের শত্রু। তাঁর ভাষায়, সারাবিশ্বের মতো ফ্রান্সও চায় আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন হোক। তিনি বলেন, সব দেশই একটি নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×