নির্বাচন বাতিলের জন্য চক্রান্ত চলছে: গয়েশ্বর


নির্বাচন বাতিলের জন্য চক্রান্ত চলছে: গয়েশ্বর

আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক চক্রান্ত চলছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি দাবি করেন, নির্বাচন বাতিলের উদ্দেশ্যে বিভিন্ন মহল সক্রিয় হয়ে উঠেছে।

শুক্রবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত তারুণ্যের মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় গয়েশ্বর এ মন্তব্য করেন।

তিনি বলেন, “দেশের গণতান্ত্রিক ধারা ব্যাহত করার অপচেষ্টা চলছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র দীর্ঘদিন ধরেই চলছে, তবে এবার ফেব্রুয়ারির নির্বাচনের আগে সেই চক্রান্ত আরও তীব্র হয়েছে।” গয়েশ্বর আরও যোগ করেন, “আমাদের মূল লক্ষ্য জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ওই থানার যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সভাপতি মাসুদ আলম স্বাধীন এবং ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×