ইতালিতে বাংলাদেশি প্রবাসীদের আনন্দ ভ্রমণ


ইতালিতে বাংলাদেশি প্রবাসীদের আনন্দ ভ্রমণ

প্রবাসজীবনের কর্ম-ব্যস্ততার ফাঁকে আনন্দ বিনোদনের প্রত্যাশায় সাগর ভ্রমণ ও বনোভোজন   ইতালির প্রবাসী বাংলাদেশিরা।

গত বৃহস্পতিবার (১৬ আগস্ট)  বাংলাদেশ এসোসিয়েশন মদেনা শাখার উদ্যাগে এই সাগর ভ্রমণ ও বনোভোজন আয়োজন করা হয় । 

এ আনন্দ ভ্রমণে মদেনায় বসবাসকারী দেড় শতাধিক  প্রবাসীরা অংশ গ্রহনা করেন।  বৃহস্পতিবার ভোর ৭ টায় মদেনা বাসস্ট্যান্ডে থেকে চেছেনাতিক র উদ্দেশ্য দুটি বাস রওয়ানা হয়। চেছেনাতিক র ঐতিহাসিক  দর্শনীয়স্হান গুলো  পরিদর্শন শেষে সাগর ভ্রমণে অংশ নেন প্রবাসীরা পরে সাগরের সুন্দর্য উপভোগ করে অনেক সাঁতারে যোগ দেন।

 ভ্রমণ  শেষে  প্রবাসীরা আনন্দ ভাগাভাগি করতে আয়োজন করেন লটারীর পরবর্তীতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করে ভ্রমণ সমাপ্ত করেন। ভ্রমণের অংশ নেওয়া সকল প্রবাসী পুরুষ মহিলারা বাংলাদেশ এসোসিয়েশন মদেনার সকল নেতৃত্ব বূন্দদের ধন্যবাদ ও কূতজ্ঞতা  জানান।

সভাপতি মাসুদুল আমিন লিটন জানান প্রতি বছরের ন্যায় আমরা এ বছরও দুটি ভ্রমণ ও বনোভোজন সফল ভাবে প্রবাসীদের সহযোগিতায় সম্পন্ন করেছি আগামীতে আমরা বাংলাদেশ এসোসিয়েশনের পক্ষ থেকে গ্রিল পার্টি র আয়োজন করব আশাবাদী প্রবাসীরা অংশ গ্রহন করবেন।

ভ্রমণে সার্বিক সহযোগিতা ও দায়িত্বে ছিলেন ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি  নুরুল আলম আজাদ, উপদেষ্টা আব্দুল কুদ্দুস,  সভাপতি মাসুদুল আমিন লিটন সিনিয়র সহ সভাপতি জামাল মিয়া সহ সভাপতি প্রিন্স মন্ডল  সাধারণ সম্পাদক জাহিদ মুন্সি যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার,  সাংগঠনিক সম্পাদক রিপন হোসাইনসহ এসোসিয়েশনের সকল পর্যায়ের নেতূবূন্দ সহ প্রায় দেড় শতাধিক প্রবাসী বাংলাদেশিরা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×