ঢাবি ছাত্রদল নেতা হামিমের উদ্যোগে চলছে ফ্রী মেডিকেল চেক আপ


ঢাবি ছাত্রদল নেতা হামিমের উদ্যোগে চলছে ফ্রী মেডিকেল চেক আপ

ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলে চলছে ফ্রী মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা। কমল মেডিএইড, ঢাবি’র প্রতিষ্ঠাতা ছাত্রদল নেতা তানভীর বারী হামিমের সভাপতিত্বে শনিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রো-ভিসি (প্রশাসন) ড. সায়মা হক বিদিশা ও প্রক্টর সাইফুদ্দীন আহমেদ মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন।

এই সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাংগঠনিক সম্পাদক নূর আলম ভুঁইয়া ইমন।

মেডিকেল ক্যাম্পে ৮টি বিষয়ের অভিজ্ঞ চিকিৎসকগণ নাক-কান-গলা, চর্ম, গাইনী, মেডিসিন, চক্ষু, দন্তরোগসহ বিভিন্ন সেবা প্রদান করেছেন। এছাড়াও ক্যাম্পে রক্তের গ্রুপিং, ব্লাড প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা সেবা দেয়া হচ্ছে।

তানভীর বারী হামিম সাংবাদিকদের জানান, ‘আজ রোকেয়া হলে শুরু হয়েছে, যথাক্রমে মেয়েদের অবশিষ্ট ৪টি হলে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। এই কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে অনুপ্রেরণা জোগাচ্ছে যা প্রশংসনীয়।’

কমল মেডিএইড, ঢাবি শিক্ষার্থীদের অভিজ্ঞ চিকিৎসক দিয়ে ফ্রি টেলিমেডিসিন সেবা, অসুস্থবোধ করলে শিক্ষার্থীরা যোগাযোগ করলে বিনা ফি’তে মেডিসিন পৌছে দেয়া, ঢাবি শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ওষুধ বিতরণ করছে।

এছাড়াও সায়েন্স গার্লস কমনরুম ও কলা অনুষদের গার্লস কমনরুমে মেয়েদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিতকরণে সেনিটারী ভেন্ডিং মেশিন স্থাপন এবং প্যাড প্রতি ৩৩ শতাংশ খরচ বহন করছে কমল মেডিএইড।

পাশাপাশি ঢাবি ক্যাম্পাসের নিয়মিত শিক্ষার্থীদের নিয়ে আল কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা, ১৩টি হল নিয়ে আন্তঃহল শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে মেডিএইড।

ঈদের দিন হলে যেসকল শিক্ষার্থীরা অবস্থান করেছেন তাদের খাবার ব্যবস্থা করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে ও দেশীয় সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে ‘ঢাবি কালচারাল ইয়াং স্টার্স’ আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×