ইসলাম ধর্ম গ্রহণ করলেন জবির শিক্ষার্থী ধ্রুব


ইসলাম ধর্ম গ্রহণ করলেন জবির শিক্ষার্থী ধ্রুব

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ওই শিক্ষার্থীর নাম এ আর ধ্রুব। তিনি রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ধর্মান্তরিত হওয়ার পর এখন তার নাম আব্দুর রহমান ধ্রুব।

শুক্রবার (২৩ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ইসলাম ধর্ম গ্রহণের কথা জানান তিনি। 

ফেসবুক পোস্টে ধ্রুব লিখেন, 'অনেকদিন ধরেই আমি মানসিক বিষণ্নতায় ভুগছিলাম। সে সময় জীবনের আশা হারিয়ে ফেললেও আল্লাহ সব সময় আমাকে রক্ষা করেছে।'

তিনি আরও লিখেন, 'আমি জীবন ও আল্লাহর সৃষ্টি নিয়ে সব সময় কৌতূহলী ছিলাম। আমি হিন্দু ধর্মের অনুসারী ছিলাম এবং অসংখ্য দেবতায় বিশ্বাস করতাম। তবে আমার জীবনে শান্তি ছিল না। আমি সব সময় নিজেকে জিজ্ঞাসা করতাম, আমি কোন জিনিসটি উপেক্ষা করছি?'

তিনি জানান, তিনি সৃষ্টিকর্তার অস্তিত্বের ব্যাপারে সন্দিহান হয়ে পড়েন। তবে তিনি বিভিন্ন ধর্মের উপর পড়াশোনা চালিয়ে যান। এক পর্যায়ে বুঝতে পারেন ইসলামই একমাত্র সত্য। 

নিজের পরিবার ও পরিচিতজনদের উদ্দেশ্যে পোস্টটিতে ধ্রুব বলেন, আমি জানি, সবাই এই সিদ্ধান্ত সহজভাবে নেবে না। তবে আমি চাই, আপনারা অন্তত একবার কুরআন পড়ুন—তর্কের জন্য নয়, সত্য জানার জন্য।

আব্দুর রহমান ধ্রুবর বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে। তিনি ঢাকা দায়রা জজ থেকে হলফনামার মাধ্যমে গত ২৩ ফেব্রুয়ারি ইসলাম গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তার এই সিদ্ধান্ত বাংলাদেশের সংবিধানসম্মত অধিকার বলেও তিনি জানিয়েছেন।  

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×