পরিবেশবান্ধব পরিবহন সংযোজন ‘আরবা’ ই-রিকশা


পরিবেশবান্ধব পরিবহন সংযোজন ‘আরবা’ ই-রিকশা

ঢাকার সড়ক পরিবহনে বিশৃঙ্খলা ও নিরাপত্তা ঝুঁকির সমস্যা সমাধানে আন্তর্জাতিক মানসম্পন্ন ‘আরবা’ ই-রিকশা উদ্ভাবন করেছে ন্যামস্ মোটরস লিমিটেড।

ডিএনসিসি ও বুয়েটের নির্দেশনা অনুযায়ী তৈরি এই যানটিতে রয়েছে উন্নত ব্যাটারি, হাইড্রোলিক ব্রেক, টেকসই কাঠামো ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা। একবার চার্জে এটি চলতে পারে ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত।

ইজিগো-এর সহ-প্রতিষ্ঠাতা সাজ্জাতুল ইসলামের সঙ্গে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে ন্যামস্ মোটরস। প্রতিষ্ঠানটির লক্ষ্য প্রশিক্ষিত চালকদের মাধ্যমে একটি শৃঙ্খলিত নগর পরিবহন ব্যবস্থা গড়ে তোলা।

ন্যামস্ মোটরসের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) এ. কে. এম. আবদুর রহমান বলেন, ‘গবেষণা, নিরাপত্তা এবং পরিবেশবান্ধব নীতির সমন্বয়ে এই উদ্যোগ নগরজীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। আরবা ই-রিকশাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীরাও নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×