ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে চবি শিক্ষক সাইদুল সাময়িক বরখাস্ত
- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৫১ পিএম, ০৩ আগস্ট ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সরকারকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত ৫৫৯তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই-বাছাইয়ের জন্য একটি নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রের তথ্য অনুযায়ী, সাইদুল ইসলাম সরকারের বিরুদ্ধে ছাত্রীদের প্রতি কুপ্রস্তাব দেওয়ার, যৌন হয়রানির, বিভাগীয় আসবাবপত্র জোরপূর্বক দখল করার, অফিস রুম দলীয়করণের, সহকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণের এবং বিদেশে স্কলারশিপের জন্য মিথ্যা তথ্য প্রেরণের অভিযোগ রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “সাইদুল ইসলাম সরকারকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গঠিত দ্বিতীয় তদন্ত কমিটির প্রতিবেদন পর্যন্ত অপেক্ষা করতে হবে।”
উল্লেখ্য, সাইদুল ইসলাম সরকার আওয়ামী লীগের কৃষিবিষয়ক উপকমিটির সদস্য। এছাড়া গত জুলাই মাসে তার বিরুদ্ধে অভ্যুত্থানের প্রবল বিরোধিতার কারণে তাকে বিভাগের শিক্ষার্থীরা অবাঞ্ছিত ঘোষণা করেছিল।