ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীরা শঙ্কা ও ট্রমায় আছে: ঢাবি ভিসি
- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:০৪ পিএম, ১০ আগস্ট ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা এবং ট্রমার ছাপ স্পষ্ট। রোববার (১০ আগস্ট) আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ এবং ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে দ্বিতীয় দিনের ধারাবাহিক বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, নেতিবাচক ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ রয়েছে। সেই কারণেই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের ২৩টি ছাত্র সংগঠনের সঙ্গে জরুরি সংলাপ শুরু করেছি। শুরু করেছি হল থেকে, এরপর ক্যাম্পাস নিয়ে আলোচনা করব, শিক্ষার্থী বান্ধব রাজনীতির ধারণা নিয়ে কাজ করব।
উপাচার্য বলেন, ডাকসু নির্বাচনে ছাত্র সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ জরুরি। আমরা চাই সবাই নির্বাচনে অংশ নিক। তবে আমাদের লক্ষ্য হল ছাত্র রাজনীতির নেতিবাচক মনোভাব যেন কোনো পক্ষকে অপর পক্ষের মুখোমুখি না করে।
তিনি আরও জানান, বিভিন্ন ছাত্র সংগঠন বৈঠকে চমৎকার পরামর্শ দিয়েছে এবং আলোচনা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। সংগঠনগুলোর অবদান স্বীকার করলেও আমরা চাই না কোনো পক্ষের মধ্যে দ্বন্দ্ব বৃদ্ধি হোক কিংবা পুরনো নিবর্তনমূলক রাজনীতি ফিরে আসুক।
তবে এদিকে আজকের বৈঠক থেকে বামপন্থী ছাত্র সংগঠনগুলো ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) ও ছাত্র ইউনিয়ন ওয়াকআউট করেছে। তারা ছাত্র শিবিরকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে বৈঠক থেকে বেরিয়ে গেছে বলে তাদের নেতারা জানিয়েছেন।