জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ১১ সেপ্টেম্বর
- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৫৭ পিএম, ১০ আগস্ট ২০২৫
দীর্ঘ প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রোববার (১০ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম। তিনি জানান, জাকসুর গঠনতন্ত্রের ৮(খ) ধারার আলোকে নির্বাচনের এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
তফসিল অনুযায়ী নির্বাচনী কার্যক্রম:
১০ আগস্ট ২০২৫: খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ
১৪ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত: ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত আপত্তি ও মতামত গ্রহণ
১৭ আগস্ট: চূড়ান্ত ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ
১৮–১৯ আগস্ট সকাল ৯টা–বিকেল ৪টা: মনোনয়নপত্র জমা
২১–২৪ আগস্ট: মনোনয়নপত্র যাচাই-বাছাই
২৫ আগস্ট: খসড়া প্রার্থী তালিকা প্রকাশ
২৬ আগস্ট সকাল ৯টা–দুপুর ১২টা: মনোনয়ন বাতিল বা বৈধতার বিরুদ্ধে আপিল গ্রহণ
২৭ আগস্ট সকাল ৯টা–দুপুর ২টা: আপিল শুনানি এবং বিকেল ৪টায় রায় ঘোষণা
২৮ আগস্ট সকাল ৯টা–বিকেল ৪টা: মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়
২৯ আগস্ট বিকেল ৪টা: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
২৯ আগস্ট বিকেল ৪টা–৯ সেপ্টেম্বর রাত ১২টা: নির্বাচনী প্রচারণা
১১ সেপ্টেম্বর সকাল ৯টা–বিকেল ৫টা: ভোটগ্রহণ, পরবর্তীতে গণনা ও ফলাফল প্রকাশ
প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, “একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।”
তফসিল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক ড. খো. লুৎফুল এলাহী, ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং ২১টি আবাসিক হলের প্রাধ্যক্ষ ও ওয়ার্ডেন উপস্থিত ছিলেন।