ঢাবির ইতিহাসে প্রথম

ডাকসু নির্বাচনে স্বামী-স্ত্রী একসাথে লড়বেন


ডাকসু নির্বাচনে স্বামী-স্ত্রী একসাথে লড়বেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ প্যানেলে এবার নজর কাড়েছে এক অনন্য ঘটনা স্বামী ও স্ত্রী একই প্যানেলে প্রার্থী। শিবিরের ঘোষিত তালিকায় দেখা যায়, কমনরুম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উম্মে সালমা, আর সাধারণ সদস্য (এজিএস) পদে লড়ছেন তার স্বামী রায়হান উদ্দিন। উভয়ই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

স্বামী-স্ত্রীর একই প্যানেলে অন্তর্ভুক্তি নিয়ে ইতোমধ্যে ক্যাম্পাসে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইতিহাসে এ ধরনের নজির ঢাবিতে আগে কখনো দেখা যায়নি।

উম্মে সালমা বলেন, আমি ক্যাম্পাসে নারীদের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছি। ডাকসু নির্বাচনের জন্য যখন প্যানেল খুঁজছিলাম, তখন শিবির আমাকে তাদের প্যানেলে অন্তর্ভুক্ত করে।

তিনি আরও বলেন, অনেকে ভাবছেন আমি শিবির বা ছাত্রী সংস্থার পদধারী না হয়েও শিবিরের প্যানেলে এসেছি। কমনরুম সম্পাদক পদে নির্বাচন করার সময় একটি পূর্ণাঙ্গ প্যানেল প্রয়োজন ছিল। সেই প্রেক্ষাপটে আমি শিবিরের প্যানেলে অন্তর্ভুক্ত হয়েছি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×