ডাকসু নির্বাচন

ঢাবির হলে মনোনয়নপত্র সংগ্রহে বাধা, ছাত্রদলের অভিযোগ


ঢাবির হলে মনোনয়নপত্র সংগ্রহে বাধা, ছাত্রদলের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রদলের নেতা–কর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে মারাত্মক বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। তারা বলছেন, হলের কিছু শিক্ষার্থী ‘মব’ সৃষ্টি করে নির্বাচন প্রক্রিয়ায় বিঘ্ন ঘটিয়েছে এবং প্রশাসনও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এবং ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার আহ্বায়ক মালিহা বিনতে খান।

সংগঠনটি ডাকসু ও হল সংসদের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাণের দাবি ডাকসু ও হল সংসদ নির্বাচন। সবার সমান সুযোগ নিশ্চিত না থাকলেও নির্বাচনে অংশগ্রহণের জন্য ছাত্রদল নেতা–কর্মীদের মনোনয়ন ফরম সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছিল।

গণেশ চন্দ্র রায় বলেন, ফরম সংগ্রহ করতে গেলে ফজিলাতুন্নেছা মুজিব হলের কিছু শিক্ষার্থী মব সৃষ্টি করে ছাত্রদলের ওপর হামলার চেষ্টা করে। ভুক্তভোগী শিক্ষার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে ব্যর্থ হন। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা অবস্থান সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি।

নাহিদুজ্জামান শিপন আরও জানান, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে কিছু হলে এখনও ছাত্রলীগের অপরাধীরা অবস্থান করছে। তারা হলগুলোকে বিরাজনীতিকরণ ও গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। গুপ্ত সংগঠনগুলোর সহায়তায় মব পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।

ভুক্তভোগী শিক্ষার্থী মালিহা বিনতে খান বলেন, আমি ও কয়েকজন শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে কিছু সাধারণ শিক্ষার্থী বাধা দিয়েছে। প্রশাসনকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নেননি। আমাদের ওপর হাত তোলার চেষ্টা পর্যন্ত করা হয়েছে। আমরা এই ঘটনার যথাযথ বিচার চাই।

ছাত্রদল অভিযোগ করেছে, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং সবার জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হোক, যাতে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×