ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষদিনেও উৎসবমুখর সিনেট ভবন


ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষদিনেও উৎসবমুখর সিনেট ভবন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষদিনেও সিনেট ভবন ছিল সরগরম। সকাল থেকেই একে একে প্রার্থীরা সেখানে আসতে শুরু করেন, আর দুপুরের পর ভিড় বেড়ে দাঁড়ানোর জায়গারও অভাব দেখা দেয়।

সরাসরি দেখা যায়, শুধু বড় রাজনৈতিক সংগঠন নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেও অনেক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল বিশেষ ভাবে চোখে পড়ার মতো। বিভিন্ন অনুষদ ও হল থেকে আসা শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী তামান্না আক্তার বলেন, গতকাল কিছু কারণে সিনেটে আসতে পারিনি। তবে আজ এসে মনোনয়ন নিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই সময়সীমা বাড়ানোর জন্য, এতে আমাদের মতো অনেক শিক্ষার্থী সুযোগ পেয়েছে।

এ সময় উপস্থিত বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা জানান, নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। স্বতন্ত্র প্রার্থী থেকে শুরু করে বড় রাজনৈতিক সংগঠন সবাই নিজেদের প্রার্থীকে জয়ী করার প্রস্তুতি নিচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা চেষ্টা করছি যাতে সুষ্ঠুভাবে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা সম্পন্ন হয়। আগ্রহী প্রার্থীর সংখ্যা প্রত্যাশার চেয়েও বেশি। এতে বোঝা যাচ্ছে শিক্ষার্থীরা গণতান্ত্রিক চর্চায় অংশ নিতে উদ্দীপ্ত।

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ডাকসু ও হল সংসদ নির্বাচন। যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×