৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম


৩ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

অবকাঠামোগত উন্নয়নসহ তিন দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন। রবিবার (২৪ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানান, তাদের তিন দফা দাবি হলো—
১. বিশ্ববিদ্যালয়ের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ,
২. আয়তন বৃদ্ধি,
৩. অবকাঠামোগত উন্নয়ন।

অবরোধ চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তারা বলেন—

“ভিসি গেলো ভিসি এলো, উন্নয়নের কী হলো”,
“এই মুহূর্তে দরকার, ববি সংস্কার”,
“ইউজিসি তুই জবাব দে, উন্নয়নে বাধা কোথায়”

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠার ১৪ বছর পার হলেও বরিশাল বিশ্ববিদ্যালয়ে কার্যকর অবকাঠামোগত উন্নয়ন হয়নি। সীমিত পরিসরে শুরু হওয়া কার্যক্রম আজও সেই সীমাবদ্ধতায় আটকে আছে। এর ফলে ক্লাসরুম সংকট, আবাসন সংকট, পুরনো পরিবহন ব্যবস্থা এবং সঙ্কীর্ণ ক্যাম্পাস শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাহত করছে।

তারা বলেন, “আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে। তাই অবকাঠামোগত উন্নয়নসহ ৩ দফা বাস্তবায়ন ছাড়া আর কোনো বিকল্প নেই।”

অবরোধের কারণে মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়ে। অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

প্রায় এক ঘণ্টা অবরোধ শেষে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করে নতুন ঘোষণা দেন। তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় তাদের সঙ্গে আলোচনায় না বসলে এবং দাবি মানা না হলে “দক্ষিণবঙ্গ ব্লকেডসহ আরও কঠোর কর্মসূচি” ঘোষণা করা হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×