ডাকসু নির্বাচন উপলক্ষে পরীক্ষা পেছানোর দাবি শিবির প্রার্থীর


ডাকসু নির্বাচন উপলক্ষে পরীক্ষা পেছানোর দাবি শিবির প্রার্থীর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী সাদিক কায়েম।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

সাদিক কায়েম বলেন, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু একই সময়ে বিভিন্ন বিভাগের পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন ও ফাইনাল-মিডটার্ম রয়েছে। নির্বাচনের উৎসবমুখর পরিবেশ ও প্রচারণার কারণে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। তাই আমাদের দাবি, সব পরীক্ষা যেন ৯ সেপ্টেম্বরের পর নেওয়া হয়। এটি শিক্ষার্থীদেরও যৌক্তিক দাবি।

তিনি আরও জানান, এ বিষয়ে ইতোমধ্যে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। নির্বাচন কমিশনারকেও বিষয়টি জানানো হয়েছে। আমরা আশা করছি, তারা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করবেন। কারণ গোটা দেশ এখন ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে আছে এবং এর মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হতে যাচ্ছে, বলেন তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সাদিক কায়েম বলেন, বিজনেস ফ্যাকাল্টিতে বসার জায়গার ঘাটতি রয়েছে, লাইব্রেরি সংস্কার করা হবে। সেখানে খাবারের দামও অস্বাভাবিক বেশি এটিকে বাণিজ্যে পরিণত করা হয়েছে। এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। ক্লাসে পাঠদানের মান উন্নত করতে হবে। শিক্ষকদের মধ্যে গা ছাড়া মনোভাব দূর করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। এখানে রাজনীতি করুক বা না-করুক সবাই সমান অধিকার ভোগ করবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×