শিশির মনিরকে ঢাবির আইনজীবী নিযুক্ত করায় ক্ষুব্ধ ছাত্রদলের ভিপি প্রার্থী
- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৩৪ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরকে নিয়োগ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ।
সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের স্থগিতাদেশের পর নিজের প্রতিক্রিয়ায় আবিদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই রিটের পক্ষে যে আইনজীবী নিযুক্ত করেছেন, তিনি হচ্ছেন শিশির মনির। বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্পষ্ট ভাষায় বলছি, আজকে থাকার কথা ছিল কবরে, কিন্তু আছি এখানে। আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে সেই প্রশাসনে বসেছে। তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসানো হয়নি।
হাইকোর্টের স্থগিতাদেশের কিছু সময় পর চেম্বার আদালত স্থগিত রায় বাতিল করে। চেম্বার আদালতে শিশির মনির বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডাকসু নির্বাচন বহাল রাখার জন্য আপিল করেন।
আবিদের এই মন্তব্যের পর সামাজিক মাধ্যম এবং ক্যাম্পাসে বিষয়টি নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শিশির মনিরকে কোনো ব্যক্তিগত পক্ষের হয়ে নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবী হিসেবে আদালতে নিযুক্ত করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, আমাদের একটি প্যানেল আছে যেখানে মোট ১০ জন আইনজীবী রয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মামলা ও আইনি বিষয়ে কাজ করে থাকেন। আজকের এই রিটে শিশির মনির বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আদালতে লড়ছেন। তিনি কোনো ব্যক্তির পক্ষে লড়েননি।
প্রক্টর আরও বলেন, রিটটি করা হয়েছে ডাকসুর জিএস প্রার্থী এস এম ফরহাদের বিরুদ্ধে। তবে বিবাদি হিসেবে রয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ডাকসু নির্বাচন কমিশনার।
আবিদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক শিক্ষা বিভাগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হন। তিনি গাজীপুরের তঙ্গীস্থ তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে আলিম শেষ করেন। ঢাবি ক্যাম্পাসে এসে ছাত্রদলের রাজনীতিতে জড়ান এবং ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত হন। বর্তমানে ২০২৫ সালের ডাকসু নির্বাচনে তিনি ছাত্রদলের প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।