ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জনতার ভিড়
- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:১৮ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। ভোট শেষ হওয়া মাত্র শিক্ষার্থী ও বিভিন্ন প্যানেলের নেতা-কর্মীরা সিনেট ভবনের সামনে অবস্থান নিয়েছেন।
ক্যাম্পাসের প্রবেশমুখ ও আশপাশে ধীরে ধীরে মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গণতন্ত্র ও মুক্তি তোরণের এলাকায় ২০০–৩৫০ জন, বকশিবাজার মোড়ে অন্তত দুই শতাধিক এবং পলাশী মোড়েও কয়েকশত শিক্ষার্থী জড়ো হয়েছেন। কেউ দলবদ্ধভাবে অবস্থান করছেন, কেউবা নীরবভাবে।
নিরাপত্তা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ক্যাম্পাসের ভেতরে পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব ও ডিবির সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
ডাকসু নির্বাচনে মোট ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।