চট্টগ্রামে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়ল


চট্টগ্রামে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়ল

চট্টগ্রাম জেলাধীন থানা ও সিটির আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়নের সময়সীমা সাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে।

তথ্য বিবরণীতে নতুন সময় অনুযায়ী আগামী ৩০ জানুয়ারির মধ্যে চট্টগ্রাম জেলা ম্যাজিস্ট্রেটের আগ্নেয়াস্ত্র শাখায় অস্ত্র সহকারে উপস্থিত হয়ে ফি পরিশোধপূর্বক নবায়ন করে নেয়ার জন্য সব বৈধ আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীকে অনুরোধ করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×