গ্রামবাসীর ধাওয়ায় ককটেল বিস্ফোরণ করে পালালো ডাকাতদল
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ১১:২৭ এম, ২১ নভেম্বর ২০২৫
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের এক সাবেক নেতার বাড়িতে গভীর রাতে সংঘটিত হয়েছে পরিকল্পিত ও সাহসী ডাকাতি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সদর পৌরসভার নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আক্রান্ত বাড়িটি উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাসেল মোল্লার।
রাসেল মোল্লা জানান, রাত প্রায় ২টার সময় ১৫–২০ জন মুখোশধারী ডাকাত হঠাৎ করে তাদের বাড়িতে প্রবেশ করে।
তিনি বলেন, “আমি তখন জেগেই ছিলাম। ডাকাতদের দেখতে পেয়ে মোবাইলে আশপাশের লোকজনকে খবর দিই। মুহূর্তেই শত শত গ্রামবাসী ছুটে আসে। এক পর্যায়ে ডাকাতদের সঙ্গে গ্রামবাসীর মুখোমুখি পরিস্থিতি সৃষ্টি হয়। এ সময় ডাকাতদল ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। যাওয়ার আগে তারা রাসেল মোল্লার মা রহিমা বেগমকে কুপিয়ে আহত করে এবং তার ব্যবহৃত ১ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।”
তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফউদ্দিন। তিনি বলেন, ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।