মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ ‘রক্তচোষা জনি’ গ্রেপ্তার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১১:০২ এম, ২১ নভেম্বর ২০২৫
রাজধানীর মোহাম্মদপুরে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকারী স্থানীয় সন্ত্রাসী মনির হোসেন ওরফে ‘রক্তচোষা জনি’ অবশেষে র্যাব-২ এর অভিযানে ধরা পড়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতের বিশেষ অভিযানে তাকে দেশি অস্ত্রসহ আটক করা হয়।
র্যাব-২–এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জনি ও তার নেতৃত্বাধীন চক্র দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এবং আশপাশের এলাকায় চাঁদাবাজি, মারধর, ভয়ভীতি ছড়ানো এবং অস্ত্রের মহড়া চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।
র্যাব জানায়, শুক্রবার দুপুরে বসিলা সদর দপ্তরে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিযান ও গ্রেপ্তারের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানা পুলিশও জনিকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছিল। পুলিশের নথি অনুযায়ী, তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ডাকাতিসহ মোট ১৪টি মামলা ছিল।
ক্ষমতার পরিবর্তনের পর মোহাম্মদপুর এলাকায় একের পর এক খুন, ছিনতাই ও চাঁদাবাজির ঘটনায় জনির নাম আবারও সামনে আসে। অভিযোগ রয়েছে—তিনি দীর্ঘদিন গ্রেপ্তার এড়িয়ে অনুসারীদের মাধ্যমে এসব অপরাধ পরিচালনা করে আসছিলেন।