আওয়ামী লীগ নেতার কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি, বিএনপি নেতা বহিষ্কার


আওয়ামী লীগ নেতার কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি, বিএনপি নেতা বহিষ্কার
আরিফ হাসান জজ

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ১০ লাখ টাকা চাঁদা দাবির কল রেকর্ড ভাইরালের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরিফ হাসান জজ নামে বিএনপির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধান ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শপিকার রহমানের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত হয়।

বহিষ্কৃত আরিফ হাসান উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সহ-কোষাধ্যক্ষ পদে ছিলেন। 

বহিষ্কার আদেশে বলা হয়, ‘আওয়ামী লীগের নেতা কমিজ উদ্দিন মেম্বারের সঙ্গে অবৈধভাবে টাকা লেনদেনের কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাতে করে মারাত্মকভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তা ছাড়াও ৫ আগস্ট পরবর্তী ওই নেতা বিভিন্ন ধরনের উসকানিমূলক কথা, চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের মত বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন।’

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সহ-কোষাধ্যক্ষ পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয় বলে জানা গেছে

শপিকার রহমান জানান, আরিফ হাসানের সঙ্গে সব রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার জন্য সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×