সিলেটে মহানগর পুলিশের খাঁচায় ৯ ডেভিল


সিলেটে মহানগর পুলিশের খাঁচায় ৯ ডেভিল

সিলেটে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ৯ জন আসামীকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও মেট্রোপুলিশের আওয়তাধীন বিভিন্ন থানা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধমে সিলেট মেট্রোপলিটন পুলিশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে নতুন সিলেটকে। 

জানা যায় ,আটক হওয়াদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন। 

গ্রেফতারকৃতরা হলেন, সিলেট মহানগর ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুর রব হাজারী (৬২) ও সাধারন সম্পাদক সাদমান কবির (২৯) ১৪ নং ওয়ার্ড সহ-সভাপতি ছাত্রলীগ মিনহাজ ইসলাম সৌরভ (২৬),১৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সম্পাদক ফজলুর রহমান রনি (৩৭), সিলেট বিমানবন্দর থানার নাজিম উদ্দিন সবুজ (২৫), মহানগর সেচ্ছাসেবক লীগের ৭ নং ওয়ার্ড সহ সভাপতি হাসেম খান, ৪ং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আফরোজ (৬০), ছাত্রলীগ কর্মী ইয়ামিন আহমদ (২৪) এবং দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জাহেদ আহম্মদ (৪২)।

পুলিশ জানায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×