নাটোরে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’


নাটোরে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’

নাটোরের লালপুর উপজেলায় মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘বাংলাদেশ আমার অহংকার, বাংলার ওপর যে তাকাবে তার চোখ উপরে নেওয়া হবে’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ লেখা দেখা গেল। 

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যার দিকে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর বালিতিতা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে লেখাটি হঠাৎ ভেসে ওঠে।

পরে মসজিদ কতৃপক্ষ সাইনবোর্ডের বৈদ্যুতিক সুইচ অফ করে দিলে তা বন্ধ হয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আর বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ও স্থানীয়রা জানায়, রামকৃষ্ণপুর বালিতিতা পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ করেই লেখাটি দেখা যায়। সেখানে লেখা ছিল ‘বাংলাদেশ আমার অহংকার, বাংলার ওপর যে তাকাবে তার চোখ উপরে নেওয়া হবে।’ ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ এমন লেখা মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে তারা ঘটনাটি উপজেলা প্রশাসন ও পুলিশকে জানায়।

নাজমুল হক বলেন, ‘বর্তমান সময়ে মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে এমন লেখা কী করে আসল তা নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে। এতে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই সাইনবোর্ডটিতে কে কীভাবে এমন লেখা প্রচার করেছে তা খুঁজে বের করতে কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×