ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত


ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত

পাবনার ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় হান্নান মালিথা (৪০) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হান্নান মালিথা উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের সৈয়দ আলী মালিথার ছেলে। তিনি পেশায় একজন সবজি ব্যবসায়ী ছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ছলিমপুর মোড় থেকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন হান্নান। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক হান্নানের মোটরসাইলেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা হান্নান মালিথা ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি এ সময় দ্রুতবেগে পালিয়ে যায়।

শহিদুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×