দেবিদ্বারে আপত্তিকর অবস্থায় ছাত্রলীগ সম্পাদক আটক


দেবিদ্বারে আপত্তিকর অবস্থায় ছাত্রলীগ সম্পাদক আটক

আপত্তিকর অবস্থায় আটক ক‌রে নি‌ষিদ্ধ ঘো‌ষিত ছাত্রলী‌গের এক নেতা‌কে গণ‌ধোলাই শে‌ষে পু‌লি‌শে দি‌য়ে‌ছে স্থানীয়রা। বুধবার (২৩ এপ্রিল) দুপু‌রে আদালতের মাধ‌্যমে তা‌কে কারাগারে পাঠা‌নো হ‌য়ে‌ছে ব‌লে জানায় পু‌লিশ।

এর আগে গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার চন্দ্রনগর গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত ছাত্রলীগ নেতার নাম নিবাস চন্দ্র লট্ট (২৫)।

তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দেবিদ্বার পৌরসভার ৯নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক। তিনি দেবিদ্বার পৌরএলাকার বারেরা গ্রামের মালিবাড়ির মৃত অমূল্য লট্টের ছেলে।

জানা যায়, মঙ্গলবার রাতে বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় এক কিশোরীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাকে আটক করে। পরে কিশোরীর বাড়িতে খবর দিয়ে স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদিনের কাছে তাদের তুলে দেয় স্থানীয়রা।পরে লট্টকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, নিবাস চন্দ্র লট্টের বিরু‌দ্ধে ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলা এবং আবু বকর না‌মে এক ছাত্রকে কুপিয়ে জখম করার অভিযোগ রয়েছে।

দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, নিবাসকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। সে ৪ আগস্ট আবু বকর না‌মে এক ছাত্রকে কুপিয়ে জখম করা মামলার আসামি।

ভিডিও ফুটেজ ও ছবি দেখে তা‌কে শনাক্ত করা হয়। তাকে কোর্ট হাজতে পাঠা‌নো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×