যুবলীগ নেতার ভাই গ্রেফতার হওয়ায় বাবলুকে হাতুড়িপেটা


যুবলীগ নেতার ভাই গ্রেফতার হওয়ায় বাবলুকে হাতুড়িপেটা

ফরিদপুরের সালথায় মো. কবির মোল্লা (৩৭) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি যুবলীগ নেতার ভাই। কবিরকে গ্রেফতারের পর তার সমর্থকরা মো. বাবলু মাতুব্বর নামে (৫৪) একজনকে হাতুড়িপেটা করেছেন বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজারে এ ঘটনা ঘটে।  এর আগে বিকেল ৩টার দিকে ইউপি সদস্য কবির মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার কবির মোল্লা মাঝারদিয়া গ্রামের আইজদ্দী মোল্যার ছেলে ও মাঝারদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মুরাদ মোল্লার ছোট ভাই। অন্যদিকে হাতুড়িপেটায় আহত বাবলু মাতুব্বর মাঝারদিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সলেমান মাতুব্বরের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হারুন মাতুব্বরের বড় ভাই।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হারুন মাতুব্বর বলেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি মুরাদ মোল্লার ভাই মাঝারদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবির মোল্যাকে গ্রেফতার করে পুলিশ। তিনি একাধিক মামলার আসামি। পুলিশ তাকে গ্রেফতার করে। কবিরকে গ্রেফতারের জেরে আমার ভাই বাবলুকে সন্দেহমূলকভাবে যুবলীগ নেতা মুরাদের সমর্থকরা হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, কবির মোল্লার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারের পর হামলার বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×