বিআরটিএ রাঙামাটি অফিসে অভিযান চালিয়েছে দুদক


বিআরটিএ রাঙামাটি অফিসে অভিযান চালিয়েছে দুদক

নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) রাঙামাটি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুপুরে দুদক রাাঙমাটির সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহম্মেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে দুদকের তিন সদস্যের একটি টিম এ অভিযান চালায়। 

অভিযান চলাকালে বিআরটিএ এর বিভিন্ন নথি পর্যালোচনা করা হয়। একইসময়ে সেবাগ্রহীতাদের অভিযোগ যাচাই করেন। 

অভিযানে নেতৃত্ব দেয়া দুদকের সহকারী পরিচালক আহম্মেদ ফরহাদ হোসেন বলেন, বিভিন্ন অনিয়ম ও সেবা গ্রহণে অতিরিক্ত অর্থ গ্রহণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে জানান তিনি। বিভিন্ন অফিসে নিয়ম অনুযায়ী সকল সেবা গ্রহীতাদের সেবা প্রদান নিশ্চিতে এমন অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও জানান তিনি।

অভিযানে সংগৃহীত রেকর্ডপত্র যাচাই করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানান দুদক কর্মকর্তারা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×