৭০ হাজার সৌদি রিয়ালসহ বিমান বন্দরে ধরা পড়লেন বাংলাদেশি যাত্রী
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১১:২৬ পিএম, ১৭ মে ২০২৫
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি রিয়ালসহ এক বাংলাদেশি যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস বিভাগ। তার নাম হেলাল উদ্দিন।
শনিবার (১৭ মে) বিকেল ৪টায় ১৬ মিনিটে বাংলাদেশ বিমানে ঢাকায় আসেন ওই ব্যক্তি। পরে তার ব্যাগ তল্লাশী করে সৌদি রিয়ালগুলো পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে কাস্টমস বিভাগ।
বিমানবন্দর সূত্র জানায়, হেলাল উদ্দিন দুবাই থেকে বিজি-১৪৭ ফ্লাইটে ঢাকায় আসেন। পরে তার ব্যাগ স্ক্যানিং করার সময় সেটি থেকে ৭০ হাজার সৌদি রিয়াল পাওয়া যায়। এরপর সেগুলোসহ তাকে আটক করা হয়।
এ সময় সৌদি রিয়ালগুলোর স্বপক্ষে কোনো ডকুমেন্টস দেখাতে পারেননি যাত্রী হেলাল উদ্দিন। যার কারণে সেগুলো জব্দ করে কাস্টমস বিভাগ।