মাদক বিক্রিতে বাধা দেওয়ার দ্বদ্বে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত


মাদক বিক্রিতে বাধা দেওয়ার দ্বদ্বে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুড়িকাঘাতে বিপ্লব আহম্মেদ পিয়াল (৩০) নামের ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। সে ছাত্রদলের শহর শাখা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক। বুধবার দুপুরে তার বাড়ি জয়পুরহাট শহরের ইসলামনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।

জয়পুরহাট সদর থানার ওসি নূরে আলম জানান,মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বুধবার দুপুরের দুর্বৃত্তরা পিয়ালকে শহরের ইসলামনগরের বাড়ি থেকে ডেকে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা সুষ্ঠু বিচার দাবি করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×