লক্ষ্মীপুরে পানিতে ডুবে প্রাণ গেল চাচাতো ভাই-বোনের


লক্ষ্মীপুরে পানিতে ডুবে প্রাণ গেল চাচাতো ভাই-বোনের

লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের চরশাহী গ্রামের কমর উদ্দিন পাটোয়ারী বাড়ির সামনের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত খাদিজা কমর উদ্দিন পাটোয়ারী বাড়ির শাহজাহানের মেয়ে ও মৃত তাফসির একই পরিবারের শাহজানের ছোট ভাই ইমরানের ছেলে। তাদের বয়স দুই বছর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত দুই শিশুর চাচা বাবলু পাটোয়ারী।

পরিবার ও এলাকাবাসী জানায়, সকাল থেকে শিশু দুটি বাড়ির সামনে খেলা করছিল। পরে দীর্ঘ সময় তাদের খুঁজে পায়নি পরিবারের লোকজন। দুপুরে তাদের মৃতদেহ পুকুরে ভেসে উঠে। তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×