আ.লীগ নেতা সাইফুলের অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে দুদুক


আ.লীগ নেতা সাইফুলের অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে দুদুক

খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলামের অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা রকিবুল ইসলাম সরকারি অর্থ আত্মসাৎ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিভিন্ন দপ্তরে তথ্য চেয়ে পত্র দিয়েছেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সোমবার (১৬ জুন) অ্যাডভোকেট মো. সাইফুল ইসলামের মেসার্স আমিন সামিন শিপিং লাইন্স, মেসার্স আমিন সামিন কন্সট্রাকশন, মেসার্স আমিন-সামিন ট্রেডিং, মেসার্স এস.এ বিল্ডার্স লিমিটেড, মেসার্স নয়ন এন্টারপ্রাইজ, মেসার্স ইয়াহিয়া কনস্ট্রাকশন, ইউনিক আইস অ্যান্ড ফুডস লিমিটেড ও মেসার্স মুনমুন ট্রেড ইন্টারন্যাশনাল নামীয়সহ ৮টি কোম্পানির তথ্য চেয়ে পত্র দিয়েছেন যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর, খুলনা ক্লাবের প্রেসিডেন্ট, খুলনা বিভাগীয় নৌ-পরিবহন মালিক গ্রুপের প্রশাসক, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×