গুন্ডামি-মাস্তানি করে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ শেষ: নুর


গুন্ডামি-মাস্তানি করে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ শেষ: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন, জনগণের ভোট ছাড়াই কেন্দ্রে দখল করে কেউ আর ইউনিয়ন, উপজেলা বা সংসদে জনপ্রতিনিধি হতে পারবে না। এখন থেকে গুন্ডামি ও সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের সুযোগ থাকবে না।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর দশমিনা উপজেলার গছানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ভিপি নুর বলেন, “আগামী নির্বাচনে বাংলাদেশ একটি ঐতিহাসিক মোড়ে দাঁড়াবে। এই নির্বাচনই ঠিক করবে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক পথের গতি। গত ৫০ বছরের রাজনীতিতে আমরা দেখেছি ধর-মার-খা সংস্কৃতি; জনপ্রতিনিধিরা উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে লুটপাট করেছেন। একটি মসজিদের জন্য বরাদ্দ থাকা ৩ লাখ টাকার মধ্যে ১.৫ লাখ টাকাই কাজে যায়, রাস্তার জন্য বরাদ্দ ২ কোটি টাকার মধ্যে বাস্তবে এক কোটি টাকাও ঠিকমতো ব্যবহার হয় না।”

সভা পরিচালনা করেন গণঅধিকার পরিষদের বাঁশবাড়িয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব ইমরান হাওলাদার। সভাপতিত্ব করেন ইউনিয়ন আহ্বায়ক মফিজুর রহমান মাহফুজ। এতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভিপি নুরুল হক নুর পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। এ আসনে এখনও বিএনপি প্রার্থী ঘোষণা করেনি। স্থানীয় রাজনৈতিক গুঞ্জন আছে, জোট গঠিত হলে বিএনপি এই আসন ভিপি নুরের জন্য ছাড়তে পারে। তার সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×