চট্টগ্রামে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার


চট্টগ্রামে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজান থানার পৃথক অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আনোয়ার হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে র‍্যাব। 

গতকাল শুক্রবার হাটহাজারী উপজেলার নজুমিয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আনোয়ার হোসেন রাউজান থানার দক্ষিণ নোয়াপাড়া গ্রামের মৃত আলী আহাম্মেদ ওরফে ছালে আহাম্মদের ছেলে। তার বিরুদ্ধে রাউজান থানায় ২০০৫ সালের একটি অস্ত্র আইনের মামলায় এবং হাটহাজারী থানায় ২০১৬ সালের দস্যুতার প্রস্তুতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

চট্টগ্রাম র‍্যাবে কর্মরত সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আনোয়ার হোসেন হাটহাজারী এলাকায় আত্মগোপনে আছেন। এরপর নজুমিয়ারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×