গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪


গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে পুরোনো বিরোধের জেরে কুমিল্লার নাঙ্গলকোটে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় গ্রাম। গোলাগুলিতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন শরিফা বেগম (৬০), ওসমান (১৬), সুফিয়া বেগম (৫০) ও হোসনেয়ারা বেগম (৫৫)। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর দুপুরে দায়িত্বে থাকা চিকিৎসক শিমা মজুমদার জানান, “দুপুর ১টার পর তিন নারী ও এক কিশোর গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।”

গুলিবিদ্ধ হোসনেয়ারা বেগম বলেন, “বেলা ১১টার দিকে দোতলা মসজিদের সামনে শেখ ফরিদের লোকজন এসে আমাদের গুলি করে। এতে আমিসহ অনেকেই গুলিবিদ্ধ হয়।”

সংঘর্ষের মূল অভিযুক্ত শেখ ফরিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক জানান, “সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তবে কারও গুলিবিদ্ধ হওয়ার তথ্য আমাদের কাছে নেই।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×