সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে ৭৫০০ কোটি টাকা আত্মসাতের মামলার অনুমোদন


সাবেক মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে ৭৫০০ কোটি টাকা আত্মসাতের মামলার অনুমোদন

বিদেশে অর্থ পাচার ও বিপুল পরিমাণ টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্ত অর্থের পরিমাণ প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকা।

রোববার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। তিনি জানান, মামলার অনুমোদন ইতোমধ্যে দেওয়া হয়েছে।

এ মামলায় জাহাঙ্গীর আলম ছাড়াও গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াকে আসামি করা হচ্ছে।

দুদকের অনুসন্ধান বলছে, জাহাঙ্গীর ও তার সহযোগীরা সিটি করপোরেশনের নামে ভুয়া টেন্ডার আহ্বান ও জাল বিল তৈরির মাধ্যমে নিজেদের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ বরাদ্দ করেন। এই পদ্ধতিতে উন্নয়ন এবং রাজস্ব তহবিল থেকে ৭ হাজার ৫০০ কোটি টাকা আত্মসাৎ করে তা বিদেশে পাচার করা হয়েছে।

মেয়র পদ থেকে বরখাস্ত হওয়ার সাত মাস পর জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে দুদক। তদন্তে উঠে আসে, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন তিনি। একই সঙ্গে সিটি করপোরেশনের নামে একাধিক ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট খুলে সেখান থেকে অর্থ উত্তোলনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

দুদকের তথ্যমতে, ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের ২২ ডিসেম্বর সময়কালে জাহাঙ্গীর আলম এসব ভুয়া অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা জমা করেন এবং তা তুলে নেন।

উল্লেখ্য, ২০১৮ সালের গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন জাহাঙ্গীর আলম। কিন্তু ২০২১ সালের সেপ্টেম্বরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে একটি ঘরোয়া আলোচনায় বিতর্কিত মন্তব্য করায় দলটির একাংশের ক্ষোভের মুখে পড়েন তিনি। এরপর আওয়ামী লীগ তার প্রাথমিক সদস্যপদ বাতিল করে এবং পরবর্তীতে তিনি মেয়রের পদ থেকেও বরখাস্ত হন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×