বিএনপি নেতাকে মারধর, সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ৩


বিএনপি নেতাকে মারধর, সাবেক ইউপি চেয়ারম্যানসহ আটক ৩

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বিএনপি নেতা এসএম সারওয়ারকে ব্যাপক মারধর করে গুরুতর আহত করার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গুরুতর আহতাবস্থায় ওই বিএনপি নেতাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন।

শনিবার রাতে উপজেলার পাটিরা বাজারে এই ঘটনা ঘটে।

মারধরের ঘটনায় জড়িত হামলাকারী তিনজনকে পাটিরা বাজারের একটি ঘরে প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শত শত ক্ষুব্ধ জনতা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করার চেষ্টা করে। রাত সাড়ে ১০টার দিকে হামলার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, তার ছেলে তোফায়েল আহামেদ তমাল ও শিবলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত প্রায় ৮টার দিকে পাটিরা বাজারে তমাল বিএনপি নেতা করিম সরকারকে নিয়ে বিরূপ মন্তব্য করলে প্রতিবাদ করেন বিএনপি নেতা সারওয়ার। এ ঘটায় তর্ক-বিতর্ক হয় দুজনের মধ্যে। কিছুক্ষণ পর তোফায়েল আহামেদ তমাল লোকজন নিয়ে পাটিরা বাজারে একটি ঘরে বসে থাকা সারওয়ারের ওপর হামলা চালিয়ে মারধর করেন। খবর পেয়ে করিম সরকার গ্রুপের শত শত নেতাকর্মী ও সমর্থকরা পাটিরা বাজারে এসে হামলাকারীদের একটি ঘরে অবরুদ্ধ করে রাখেন।

আহত সারওয়ার বলেন, “বিএনপি নেতা ফারুকের সমর্থকরা আমার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ব্যাপক মারধর করে।”

জরুরি বিভাগের চিকিৎসক ওয়াদিয়া বলেন, “রাত সাড়ে ৮টার দিকে আহতাবস্থায় সারওয়ার নামের একজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার বাম হাত ও বাম চাপায় আঘাতের চিহ্ন রয়েছে, তাকে ভর্তি করা হয়েছে।”

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, “মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অবরুদ্ধ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। এখনও কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×