মনোনয়ন প্রত্যার্শীদের সাক্ষাৎকার নিচ্ছে এনসিপি


মনোনয়ন প্রত্যার্শীদের সাক্ষাৎকার নিচ্ছে এনসিপি

শাপলাকলি প্রতীকের প্রার্থী বাছাইকে ঘিরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম। সকাল থেকেই রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে জড়ো হতে থাকেন সারাদেশের প্রার্থীরা।

রোববার ২৩ নভেম্বর সকাল সাড়ে ৯টায় কনভেনশন সেন্টারের তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎকার শুরু হয়। এনসিপির মিডিয়া সেলের সদস্য ও দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন জানান, সকাল সাড়ে ৯টা থেকে ১০টি সাংগঠনিক বিভাগ অনুযায়ী আলাদাভাবে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। এ প্রক্রিয়া আজ এবং আগামীকাল চলবে। ইতোমধ্যে দুদিনের এই মতবিনিময়ে অংশ নেওয়ার জন্য সারা দেশ থেকে প্রায় ১৫০০ প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, মতবিনিময়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সাংগঠনিক ভূমিকা এবং জনগণের সঙ্গে তাদের সম্পৃক্ততা বিবেচনায় মূল্যায়ন করা হবে। এই সাক্ষাৎকার কার্যক্রমই চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রাথমিক ধাপ হিসেবে কাজ করবে।

খান মুহাম্মদ মুরসালীন আরও বলেন, এনসিপি আশা করছে যে স্বচ্ছ, উন্মুক্ত এবং নীতিনিষ্ঠ প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণের স্বার্থ রক্ষায় সক্ষম নেতৃত্ব বাছাই করা সম্ভব হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×